সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা।
২১ই জুন সকাল ৯ টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা শুরু হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করেন মহেশখালী উপজেলা প্রশাসন।
যে ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি চলে, আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ।
এই কর্মশালায় সরকারী বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা ৫টি দলে বিভক্ত হয়ে সরকারী ১০ টি চিহ্নিত প্রকল্পের চলমান অবস্থা, বাস্তবায়নের সম্ভাবনা ও সমস্যা গুলো নিয়ে দলগত প্রস্তাবনা তৈরী করেন।
কর্মশালার প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান বলেন, সীমিত সম্পদের সুষ্টু বন্টনের মাধ্যমে সকল জনগণকে সরকারী সুবিধা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ১০ টি উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে উদ্যোগ গুলোর সফলতা ভোগ করছে জনগণ।
দেশের বিশাল জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এই সফলতা পেতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে ঐকবদ্ধ ভূমিকা রাখতে হবে।
Posted ১১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy