বিশেষ প্রতিবেদক(২৯ জুন) :: বখাটের হাত থেকে রক্ষা পেতে মহেশখালী ছেড়ে চট্টগ্রাম শহরে চলে গিয়েছিলেন কলেজ ছাত্রী সাবেরা হোসনা। কিন্তু সেই বখাটের হাতেই ক্ষতবিক্ষত হতে হয়েছে তাঁকে।
ঈদের পরের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী দ্বীপের বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে প্রেমাকাঙ্ক্ষী সেই বখাটে দলবল নিয়ে সাবেরাকে অপহরণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা ছুরিকাঘাত করে ও দা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তাঁকে।
সাবেরাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ের কোপে ও ছুরিকাঘাতে তাঁর মুখ, ঘাড় ও হাত মারাত্মক জখম হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নির্মম। প্রেমে সাড়া না দেওয়ায় তাকে এমন অমানবিকতার মুখে পড়তে হবে তা চিন্তা করতেও খারাপ লাগে। ’ তিনি বলেন, ‘ইতিমধ্যে ঘটনায় জড়িত এনায়েতুল্লাহ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
এনায়েতুল্লাহ ও খাইরুল আমিন মহেশখালীর তালিকাভুক্ত সশস্ত্র বখাটে। এনায়েতুল্লাহ স্বীকার করেছে, সে মেয়েটিকে দা দিয়ে কুপিয়েছে। ’
Posted ১১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy