এম রমজান আলী,মহেশখালী(২৯ সেপ্টেম্বর) :: মহেশখালীতে মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানী করায় ৬ জন কে আসামী করে থানায় মামলা দায়ের আটক ১ জন।
হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় গোলাম কুদ্দুছের মেয়ে পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রী হাসনা হেনা বিউটি (১৮) কে শ্লীলতাহানী করায় একই এলাকার নুর মোহাম্মদের পুত্র মো. শাহেল কে প্রধান করে অপরাপর মো. সোহেল, হালিমা খাতুন, আয়রিন শারমিন রিনা, নাছমিন জাহান মুন্নি ও সুনিয়া আক্তার কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
প্রধান আসামী মো. শাহেল সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের নাম ভাঙ্গিয়ে সরকারী-বেসরকারী অফিস থেকে চাদাঁবাজি ও থানায় দালালী করে থাকে।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বর থেকে মো. শাহেল কে থানা পুলিশ আটক করে থানার শ্রীঘরে আটকে রেখেছে।
মামলা বাদী গোলাম কুদ্দুছ জানান, মো. শাহেল গং প্রতিনিয়ত আমার মেয়ে মাদ্রাসা যাওয়ার পথে উত্যক্ত করে এবং আমাদের পরিবারের লোকজন কে স্ব-পরিবারে খুনের হুমকি দিয়ে থাকে তাই প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি ও সদাসর্বদা বলে থাকেন আমি এমপির পারসোনাল এপিএস আমাকে কেহ কিছু করতে পারবে না মহেশখালীতে আমি যাই বলি তাই হবে।
এ ব্যাপারে মহেশখালী থানার তদন্ত ওসি সফিকুর রহমান চৌধুরী জানান, দোষীদের বিরোদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy