এম রমজান আলী,মহেশখালী(২৯ জানুয়ারী) :: কক্সবাজারের মহেশখালীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) সকালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ এর অধীন জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণ শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেণ জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। মাসব্যাপী এই ক্রিকেট প্রশিক্ষণ পরিচালনা করবেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জামিরুল ইসলাম বলেন, ক্রীড়া চর্চা মানব দেহের মস্তিষ্ক সক্রিয় রাখে, বৃদ্ধি পায় শরীর ও মনের কর্মস্পৃহা বৃদ্ধি পায়। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব। ক্রীড়া উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। গৃহীত উদ্যোগের ফলে দেশে তৈরি হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়। আর এসব খেলোয়াড় দেশের সুনাম বৃদ্ধি করছে বিশ্বময়।
Posted ২:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy