এম রমজান আলী,মহেশখালী :: করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষা ও জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর সোহেল।
৫ এপ্রিল সোমবার মহেশখালী উপজেলার মাতারবাড়ি, কালারমারছড়া, শাপলাপুর, ছোট মহেশখালী, হোয়ানক ইউনিয়ন এবং মহেশখালী পৌরসভায় এ অভিযান চলে।
অভিযানে লকডাউনের নির্দেশনা না মানা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ২৪ জনকে ২৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান,সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে মহেশখালী উপজেলা প্রশাসন কাজ করছে। তাই সন্ধ্যা ৬টার পর কোন অবস্থাতেই বাড়ির বাইরে আসা যাবেনা। অতীব জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসন ও মহেশখালী থানার সহযোগিতা নিতে অনুরোধ জানাচ্ছি।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
coxbangla.com | Chanchal Chy