বিশেষ প্রতিবেদক(১৬ জানুয়ারী) :: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উম্বুনিয়াপাড়াস্থ ওমর বিন আব্দুল আজিজ (রা) মাদ্রাসা ও হাফেজ খানার অধ্যায়নরত এক ছাত্রকে বেত্রাঘাতে গুরুতর আহত করে ওই হাফেজ খানার হুজুর।
আহত অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যু হয়। ছাত্রের নাম মিজবাহ উদ্দি(১১), সে উম্বুনিয়াপাড়া এলাকার রমিজ আহমদের ছেলে।
ঘটনার পর থেকে মাদ্রাসার হুজুর এবং অধ্যায়রত সকল ছাত্র পালিয়েগেছে। ওই সময় থেকে মাদ্রাসার পাশের মসজিদটিতে শিশুরা ৫ ওয়াক্তের আযান দিলেও জামাত এর সাথে নামাজ আদায় করার মতো মুসল্লি হচ্ছেনা বলে জানান ওই এলাকার বৃদ্ধ সুলতান আহমদ।
হাসপাতালে মৃত্যু হওয়ার ছাত্র মিজবার সঙ্গী মোস্তফা নামের এক ছাত্র জানান মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় আমাদের শিক্ষক মৌঃ সেলিম মিজবাহকে ব্যাপক মারধর করে। এতে অসুস্থ্য হলে মিজবাহকে হাসপাতালে নিয়ে যায় সেলিম হুজুর।
পরে মিজবার পিতা মাতা হাসপাতালে গেলে ওখানে অাহত ছাত্র মিজবাহকে রেখে পালিয়ে যায় হুজুর।সেলিম হুজুরের বাড়ী বড় মহেশখালীর জাগিরাঘোনায় বলে জানাগেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় আহত ছাত্র মিজবাহর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পোরু উম্বুনিয়াপাড়া এলাকায় নেমে আসে শোকেরছায়া।
Posted ১১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy