বিশেষ প্রতিবেদক,মহেশখালী(১৮ অক্টোবর) :: ঘাতক শিক্ষক মুক্তার আহমদ এখনো গ্রেপ্তার হয়নি কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রর মৃত্যুর পরে ও প্রশাসনের টনক নড়েনি অথচ বিষয়টি সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ওসি কে অবগত করা হয়েছে।
মহেশখালীর কালারমারছড়া চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ‘সু-সম বড়–য়া’র মৃত্যুর মূল্য ৫০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ অক্টোবর সকালে কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র জাকের হোসাইন কে অত্র বিদ্যালয়ের শিক্ষক মুক্তার আহমদ প্রতিদিনের ন্যায় মুরগী সহ বাজারাদি নিয়ে বাড়িতে পাঠিয়েছে।
ছাত্র জাকের বাজারাদি দিয়ে আবার স্কুলে ফেরার পথিমধ্যে ৪র্থ শ্রেণীর আরেক ছাত্র ‘সু-সম বড়–য়া’র সাথে সাক্ষাৎ হয়। দু’জনই সিএনজি যোগে স্কুলে আসার পথে সিএনজি থেকে পড়ে ‘সু-সম বড়–য়া’র মৃত্যু হয়েছে।
এলাকার সচেতন মহল ও অভিবাবকের প্রতিক্রিয়া কর্ষ্টাজিত টাকা নিয়ে ছেলেমেয়েদের কে শিক্ষা অর্জন করার জন্য স্কুলে পাঠায় কিন্তু কিছু শিক্ষক স্কুল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের দিয়ে বাড়িঘরের বাজার করায় এটা কতটুকু যুক্তি সংগত এবং সরকারী পরিপত্রে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকের বাড়ির বাজার সহ কাজকর্ম করাইতে পারে কিনা প্রশাসনের কাছে জানতে চাই।
এ ব্যাপারে মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনাটি অতি দুঃখজনক, স্কুল চলাকালীন সময়ে মুক্তার আহমদ নামক যে শিক্ষক ৪র্থ শ্রেণীর ছাত্র কে দিয়ে বাড়ির বাজার (মুরগী) পাঠিয়েছে তা সরকারী পরিপত্র বিরোধী, আমরা ঘটনাস্থ পরিদর্শনে গিয়েছি মৃত্যু হওয়া ছাত্রের পিতা-মাতা কে অন্তোষ্টিক্রিয়া সম্পাদনের জন্য নগদ ২০ হাজার টাকা দিয়েছি।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের জানান, স্কুল চলাকালীন সময়ে ছাত্রদের দিয়ে শিক্ষকদের পরিবারের বাজার নিয়ে পাঠানো সরকারী নিয়ম বর্হিভুত কাজ, এই ঘটনাটি ন্যাক্কার জনক।
তথ্য নিয়ে জানাগেছে, মৃত্যুর ঘটনা কে ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষক মুক্তার আহমদ নিহত ছাত্র ‘সু-সম বড়–য়া’র পিতা-মাতা কে ৫০ হাজার টাকা দিয়ে রফাদফা করার চেষ্ঠা চালাচ্ছে।
Posted ৯:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy