সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার কুতুবজোম তাজিয়াকাটা মাদ্রাসার শিক্ষক জিয়াউর রহমানের হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
নিহতের ছেলে তৌহিদুর রহমান বাদী হয়ে ২৭ই আগষ্ট দুপুরে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী জানান, নিহতের ছেলে তৌহিদুর রহমান বাদী হয়ে ২৭ই আগস্ট এজাহারনামীয় ২৬ জন সহ আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামী করে এজাহার জমা দিয়েছে।
এর আগে গত জুমাবার তিনি জানিয়েছিলেন, মাদ্রাসা সরকারিকরণ, নিয়োগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জিয়াউর রহমান কে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছিল।
Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২
coxbangla.com | Chanchal Chy