এম রমজান আলী,মহেশখালী(৩০ জানুয়ারী) :: মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটাঁ সুমাইয়া(রাঃ)বালিকা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্টান বানচাল করতে ৩০ জানুয়ারী সকাল ৬টার দিকে মাদ্রাসার প্রধান গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় নাছির উদ্দীন, আব্দুল মালেক ও মসরু এমন অভিযোগ তুলেছে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য আমিরুজ্জামান আনজু, এতিমখানা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর, সদস্য মোহাম্মদ আনছারুল করিম, মাদ্রাসার শিক্ষক ও স্হানীয় জনগন।
অনুষ্টানের সকল প্রকারের আয়োজনে প্রস্তুতি শেষ করেছে এরপরে ও তারা অনুষ্টানটি বানচাল করতে মাদ্রাসার প্রধান গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম, থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার ফজলুল করিম ও স্হানীয় চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনকে অবহিত করার পর দ্রুতগতিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তারা অভিযোগ করে বলেন, কুতুবজোম তাজিয়াকাটাঁ আল-হুমায়রা (রাঃ) বালিকা ইয়াতিম খানার সভাপতি মুহাম্মদ জাফরুল্লাহ নুরীর বিরোদ্ধে টাকা আত্নসাতের অভিযোগ।
ইয়াতিম খানা বরাবরে দেশী-বিদেশী বিভিন্ন দাতা সংস্থা কর্তৃক প্রদানকৃত অনুদান ইয়াতিম খানার নামীয় ব্যাংক হিসেবে জমা হলে ও বিভিন্ন অজুহাত দেখিয়ে সভাপতি জাফরুল্লাহ নুরী উক্ত টাকা উত্তোলন করে আত্নসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
সুত্রে জানাযায়, তিনি ইয়াতিম খানার টাকা দিয়ে নিজ নামে ও আত্নীয় স্বজনের নামে জমি ক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি বিভিন্ন মালামাল ক্রয়ের হিসেবে গরমিল, অবকাঠামো নির্মান ও সংস্কারের নামে বহুগুনে খরচ বাড়িয়ে হিসাব দাখিল সহ নানাবিধ দূর্নীতিতে জড়িত হয়ে পড়েছে।
এছাড়া ও স্থানীয় বিভিন্ন দাতার কাছ থেকে বিনা রশিদে ইয়াতিম খানার নামে টাকা উত্তোলন করে নিজ পকেটস্থ করেছে বলে ও অভিযোগকারীরা জানান, ফলে ইয়াতিম খানা পরিচালনা কমিটির অপরাপর সদস্যরা ও এলাকা বাসিঁর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্ঠি হয়েছে এবং এ নিয়ে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।
পরিচালনা কমিটির অধিকাংশ সদস্য বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। আত্নসাতের বিষয়টি নিয়ে যে কোন মুহুর্তে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ নুরী জানান আমার বিরোদ্ধে আণীত অভিযোগ সঠিক নয়।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy