সরওয়ার কামাল,মহেশখালী(১৬ নভেম্বর) :: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটার গ্রামের মরহুম আব্দুল জলিলের প্রথম পুত্র দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার মহেশখালীর প্রতিনিধি সাংবাদিক সরওয়ার কামালের মামা মোহাম্মদ রসিদ (সওদাগরের) জানাযা ১৬ নভেম্বর সকাল ১০ টায় বড় মহেশখালী মগরিয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়।
উক্ত জানাযায় মরহুমের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন-বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহেশখালী উপজেলা আওয়ামীলিগের সভাপতি,ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদুল্লাহ, মরহুমের ছোট ভাই কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মৌলানা সোলতান আহমেদ,মরহুমের তৃতীয় সন্তান মোকতার আহমেদ। মৃত্যু কালে তার বয়স (৭০)।
তিনি ৪ ভাই,৩ বোন,৫ ছেলে,৪ মেয়ে সহ অসংখ্যা আত্বীয় স্বজন রেখে গেছেন। জানাযায় সকলে মরহুমের রুহের আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy