সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের গুলিতে জামায়াত নেতা আহত হয়েছে।
এ ঘটনায় হামলাকারী নাজমুল হাসান রিপনকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে জানাগেছে, পূর্বশক্রুতার জেরধরে মনজুর আলম প্রকাশ টুইট্ট্যা ও নাজমুল হাসান রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে ১১ জানুয়ারী রাত ৯টার সময় জামায়াত নেতা শামসুদ্দীনের বাড়ির দরজা, জানালা ভাংচুর করে বাড়িতে ঢুকে শামসুদ্দীনকে গুলি করে আহত করে মাঠিতে ফেলে দেয়।
বাড়িতে থাকা মেয়েদের শ্লীলতাহানি করে, নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
উক্ত ঘটনায় আহত শামসুদ্দীনের ভাই মোঃ লোকমান হকিম বাদী হয়ে ছাত্রলীগ নেতা ও সদস্য নাজমুল হাসান রিপনকে প্রদান আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবেনা শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে ১২ জানুয়ারী সন্ধ্যা ৬টায় সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নাগরিক কমিটির উদ্যোগে পানিরছড়া বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আমীর মাস্টার শামীম ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, উপজেলা সেক্রেটারি আব্দুর রহিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌরসভা সভাপতি মোতাহের হোসেন, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন, কুতুবজোম ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন, কুতুবজোম ইউনিয়ন সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ কবির, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি আলিম উদ্দিন, হোয়ানক ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মুবিনুল হক খোকন প্রমুখ।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta