বার্তা পরিবেশক(২৬ জুলাই) :: মহেশখালীর হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকার বাসিন্দা ৬নং ওয়াড মৎস্যজীবী লীগ নেতা আব্দুল মোনাফের কাছ থেকে ৭০ হাজার টাকা কেড়ে নিল চিহ্নিত সন্ত্রাসী ও চিহ্নিত চিনতাইকারী কেরুনতলী নয়াপাড়া এলাকার রহিম , দেলোয়ার ও জামায়াত ক্যাডার হেলাল।
ঘটনাটি ২৪ জুলাই রাত ৮টার দিকে কেরুনতলীর চরা নামক স্থানে আব্দুল মোনাফ পৌছাঁ মাত্রই আগে থেকে অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে উৎপেতে থাকা সন্ত্রাসী ও চিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা চিনতাই করে চলে যাওয়ার সময় আব্দুল মোনাফ কে পিঠিয়ে গুরুতর আহত করেছে।
এসময় আব্দুল মোনাফের সাথে তার সঙ্গীয় লোকজন উপস্থিত ছিলেন। বিষয়টি এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পযর্ন্ত মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ১১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
coxbangla.com | Chanchal Chy