সরওয়ার কামাল,মহেশখালী ::মহেশখালী উপজেলার সপ্তম ধাপে আসন্ন ৭ই ফেব্রুয়ারী ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ই জানুয়ারী সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল, উপজেলার নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ব্রজগোপাল ঘোষ, সাংবাদিক শাহাব উদ্দিন, সাংবাদিক সরওয়ার কামাল সহ মতবিনিময় সভায় চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল বলেন, একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেয়া হবে না। আচরনবিধি সঠিক ভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলার নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, কেউ যেন নির্বাচন চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পেরে সেদিকে সজাগ থাকতে হবে, এই নিয়ে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি করা হবে বলে জানান।
Posted ১২:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy