বিশেষ প্রতিবেদক :: মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে ছৈয়দা বেগম (৩৯) নামের এক প্রতিবন্ধী নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের ভাই ফরিদুল আলম অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে।
তাদের ২০-২৫ জনের একটি দল রাতে ফরিদুর আলমের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।
এসময় সন্ত্রাসীদের গুলিতে ফরিদুল আলমের বোন ছৈয়দা বেগম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে মহেশখালী থানা পুলিশ।
জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta