এম রমজান আলী,মহেশখালী :: মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের পুত্র ৩ মাস পূর্বে অপহৃত কিশোর মোহাম্মদ মোজাহিদ মিয়াকে মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্পের টু-ডব্লিউ ক্যাম্প এ ডি/৪/ডি ব্লক এ, বশির আহমদের বসতঘর থেকে ৩ ফেব্রুয়ারি বিকাল ৫ টার সময় উদ্ধার করেছে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহেশখালী (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই, তদন্ত ওসি মোহাম্মদ আশিক ইকবাল, এসআই মোহাম্মদ মফিজুল ইসলাম ও এএসআই আলী আকবর সহ সঙ্গীয় পুলিশ।
জানাগেছে, ১৯ ফেব্রুয়ারি অপহৃত কিশোরের পিতা আব্দুল গফুর বাদী হয়ে রোজিনা আক্তার গং কে আসামী করে থানায় মামলা করা হয়েছে। সেই মামলার গ্রেপ্তারকৃত আসামী রোজিনা আক্তারের দেওয়া তথ্যমতে অপহৃত মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে এসপি সার্কেল মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও ওসি আব্দুল হাই জানান, ধৃত আসামীর দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে ৩ মাস পূর্বে অপহৃত মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়েছে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy