এম রমজান আলী,মহেশখালী(২৩ ডিসেম্বর) :: শাপলা সনাতন জাগরণী সংঘ, শাপলাপুর ও পশ্চিম শীলপাড়া যুব কল্যাণ কমিটির সার্বিক সহযোগীতায় শাপলাপুর কেন্দ্রীয় শীলপাড়া যুব কল্যাণ কমিটির অগ্রহায়ণী পূর্ণিমা উপলক্ষ্যে শাপলাপুর কেন্দ্রীয় শীলপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে ৯ম তম বার্ষিক সার্ব্বজনীণ মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শনী ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ পালন ২২ ডিসেম্বর শাপলাপুর সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীযুক্ত ডাঃ হারধন ভৌমিকের সভাপতিত্বে শ্রী সাগর শর্মা ও প্রেমানন্দ সুশীল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, প্রধান বক্তা অধ্যাপক আশীষ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু প্রণব কুমার দে, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, শাপলাপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম চৌধুরী।
বক্তা ছিলেন শ্রীযুক্ত থানেশ্বর রায় ভান্ডারী, বৈষ্ণব প্রবর শ্রীপাদ সাধন গোস্বামী, শ্রী নিত্যলাল চক্রবর্ত্তী, শ্রী বৈষ্ণ প্রবর নিত্যলাল কৃষ্ণ দাশ। স্বাগত বক্তব্য শ্রীযুক্ত সুভাষ কুমার শীল, শ্রীযুক্ত ডাঃ বিকাশ শর্মা, শ্রীযুক্ত বৈষ্ণব প্রবর ননী গোপাল শীল।
সার্বিক তত্বাবধায়ক ছিলেন মহোৎসব উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী প্রদীপ কান্তি শীল, সাধারণ সম্পাদক শ্রী রজ কুমার শীল, কোষাধ্যক্ষ শ্রী অপন কান্তি পাল সহ অনুষ্ঠানে অতিথিবৃন্দ, ধর্মীয় বক্তা, ভক্তকুল ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শঙ্খের ধ্বনী, উলুর ধ্বনীতে মাঙ্গলীক ধর্মীয় অনুষ্ঠানের শুভারম্ভ, দেবদেবীর স্তুতিপাঠ এবং সমবেত প্রাথর্না, মনোহ্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানামযজ্ঞে শুভ অধিবাস সহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে।
সভায় বক্তারা বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই কোন ভেদাভেদ না করে মিলেমিশে থাকার নামই ধম।
Posted ৩:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy