এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আবারও অভিযান পরিচালনা করেছে।
এসময় বালু পরিবহন কাজে নিয়োজিত দুইটি ডাম্পার ট্রাক জব্দ ও উত্তোলন কাজে ব্যবহৃত সেলো মেশিন ও পাইপ ধ্বংস করে দিয়েছেন।
সোমবার ২০ জানুয়ারি দুপুরে চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় মাতামুহুরী নদী পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন।
অভিযান পরিচালনাকালে চকরিয়া থানা পুলিশের একটি টিম ও আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন।
তিনি বলেন, কতিপয় মহল দীর্ঘ সময় ধরে চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা বাণিজ্য চালাচ্ছে।
বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের নজরে আসলে এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে অনুকুলস্থলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় অবৈধ বালু পরিবহনে নিয়োজিত দুইটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
একইসঙ্গে দুইটি স্যালো মেশিন ও পাইপ ধ্বংস করে দিয়ে ব্যবহার অনুপযোগী করা হয়েছে।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta