সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাতঘর পাড়া ৪নং ওয়ার্ড জামে মসজিদ সড়কের অবহেলিত গ্রামীণ রাস্তার ড্রেইন দিয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে।
জানাযায় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত (এলজি এসপি এম) অর্থায়নে উক্ত সড়কে নির্মাণ কাজ চলছে।
স্থানিয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে সড়কটিতে মজবুত ড্রেইন হতে যাওয়ায় চলাচল সুবিধা হবে। বর্ষা মৌসুুমে দুর্ভোগ আগের তুলনায় লাগব হবে।
জানাগেছে,স্বপ্নের ‘সিঙ্গাপুর খ্যাত’ উপজেলার মাতারবাড়ী অলিগলির সড়ক যেন গলার কাঁটা! হয়েছে অনেকদিন ধরে।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে হচ্ছে বিশ্বের বৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র । ‘স্বপ্নের সিঙ্গাপুর’ খ্যাত এই প্রকল্প ঘিরে চলছে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ। যার দিকে চেয়ে আছে সরকার।
উপজেলার ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে মাতারবাড়ি। যেখানে প্রায় ৮০ হাজার মানুষের বসতি। একটু দক্ষিণে ধলঘাটা। যেখানকার ৩০ হাজার মতো মানুষের দুঃখের গল্প সবার জানা।
যে কারণে দীর্ঘ দিনের সড়কের বেহাল দশা হলেও সড়কে মেয়াদের শেষ সময়ে ফিরে পাচ্ছে পূর্ণরূপ। ফলে স্থানিয় জিয়াবুল সহ উচ্ছ্বাসিত মাতারবাড়ীর সাতঘর পাড়ার বাসিন্দারা।
মাতারবাড়ীর ইউপি মেম্বার জাহেদুল ইসলামের তদারকিতে বর্তমানে সড়কটিতে ড্রেইনসহ সংস্কার কাজ শুরু হলে ৩১ই জানুয়ারি (রবিবার) পর্যন্ত কাজ চলমান থাকতে দেখা যায় । তবে পুরো সড়কটি সংস্কারের দাবি তুলেছেন স্থানিয়রা।
স্থানিয় লোকজন বলেন, দুর্নীতি স্বজনপ্রীতির আশ্রয় না নিয়ে সুনামের সহিত অভিবাবকের ভূমিকা পালন করায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহেদুল ইসলামকে পূর্ণরায় মেম্বার নির্বাচিত করে মাইলফলক সৃষ্টি করাবেন অত্র ওয়ার্ডের বাসিন্দারা।
Posted ১১:০৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy