কক্সবাংলা ডটকম :: ইরান-যুক্তরাষ্ট্র মারমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন আরব লীগের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দেশের নেতারা। জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেয়া বক্তব্যে এমন আশঙ্কা প্রকাশ করেন তারা।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইরানের ওপর নতুন করে চাপের পরদিনই এ বক্তব্য দেয় সৌদি আরব ও ইরাক। এএফপি, ওয়াফা, আলজাজিরা।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ তার বক্তব্য বলেন, ‘আমরা চাই না ইরাক অন্য কারও জন্য যুদ্ধক্ষেত্রে হয়ে পড়ুক, যেখানে আমাদের ভূখণ্ডে তারা একে-অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইরাক যথেষ্ট যুদ্ধ দেখেছে এবং আমাদের সার্বভৌমত্বেরা ওপর অনেক হামলা হয়েছে।’
সৌদি আরবের বাদশাহ সালমান তার বক্তব্যে ইরানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গত বছর সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ওই সময় বলেছিল ইরান ওই ড্রোন হামলা করেছে এবং সেটি ছিল ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার লঙ্ঘন।
সালমান বলেন, ‘গত কয়েক দশকের আচরণকে পেছনে ফেলে সৌদি রাজতন্ত্র ইরানের দিকে শান্তির হাত প্রসারিত করেছে খোলা মনে; কিন্তু সে হাত ধরা হয়নি এবং সুযোগ কাজে লাগানো হয়নি। তারপর ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর পরমাণু সমঝোতাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। কিন্তু এবারও বিশ্ব দেখেছে কীভাবে তেহরান সবকিছু প্রত্যাখ্যান করে তার সম্প্রসারণ নীতি অব্যাহত রেখেছে।’
এর আগে মঙ্গলবার নিজের বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের ওপর নতুন করে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞার নিন্দা করার সময় সৌদি আরবের দিকে ইঙ্গিত করে বলেন, ‘তারা শত কোটি ডলারের অস্ত্র তাদের গ্রাহকদের কাছে বিক্রি করেছে আমাদের এ অঞ্চলে তাদের পাওয়ারফুল করার জন্য। এরপরও তারা ইরানকে তার সর্বনিম্ম প্রতিরক্ষা প্রয়োজন থেকে বিরত রাখার জন্য বৃথা চেষ্টা করে যাচ্ছে।’
অধিবেশনের প্রথম দিন নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান জাতিসংঘের একটি অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করার সেটি পুনরায় আরোপ করার চেষ্টা করছেন তিনি।
ইয়েমেনের হুতি বিদ্রোহী গ্রুপ দাবি করেছে যে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের হয়ে যুদ্ধ করছে সৌদি আরব ও আরব আমিরাত। হুতিদের মুখপাত্র আবদুস সালাম লন্ডনে একটি বেসরকারি টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Das Gupta