কক্সবাংলা ডটকম(২৪ ফেব্রুয়ারী) :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের৷ সোমবার ভারতের আমদাবাদে সর্দার বল্লবভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট৷ উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এখন আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। ৩৭ বছর আগে তৈরি এই মোতেরা স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে অত্যাধুনিক পরিকাঠামোতে অন্য মাত্রা দেওয়া হয়েছে। বর্তমানে ৫৩ হাজার দর্শকাসন থেকে বেড়ে এই স্টেডিয়ামের দর্শকাসন এক লক্ষ দশ হাজার। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে পথ চলা শুরু হয়ে গেল বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামের।
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই স্টেডিয়ামে এক সঙ্গে ১ লক্ষ ১০ হাজার ক্রিকেটপ্রেমী বসে খেলা দেখতে পারবেন৷ উদ্বোধনের মুহূর্তে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ৷ ৬৩ একর জমির উপর নতুন করে গড়ে ওঠা মোতেরা স্টেডিয়ামের বিশেষত্ব হল অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এলইডি ফ্লাড-লাইট৷ এতদিন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ছিল বিশ্বের সবচেয়ে বেশি দর্শকাসন বিশিষ্ট ক্রিকেট স্টেডিয়াম৷
মোতেরা স্টেডিয়ামে অসংখ্য ক্রিকেটীয় মণিমুক্ত ছড়িয়ে থাকলেও সচিনের নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে এই মাঠের সঙ্গে৷ ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে সচিন ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ১৮ হাজার রান পূর্ণ করেন৷ এই মাঠেই সচিন কেরিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন৷ সচিনের আন্তর্জাতিক কেরিয়ারের দু’দশক পূর্তিও স্মরণীয় হয়ে রয়েছে এই স্টেডিয়ামেই৷ মাস্টার ব্লাস্টার আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন মোতেরাতেই৷ সুনীল গাভাসকর এই মাঠেই ১০ হাজার টেস্ট রান পূর্ণ করেন৷ এই মাঠের প্রথম টেস্ট ম্যাচেই কপিল দেব ইনিংসে ৯ উইকেট দখল করেন৷
মার্কিন রাষ্ট্রপতির ভারত সফর শুরু হয়েছে আমদাবাদ থেকেই৷ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সবরমতী নদীর তীরে গান্ধী আশ্রম ঘুরে করেন ট্রাম্প৷ সেখান থেকে সোজা আগ্রায় তাজমহল দর্শনে যান সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷
Posted ১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy