কক্সবাংলা ডটকম(২১ ফেব্রুয়ারি) :: প্রায় এক শতাব্দী পর মিসরে আবিষ্কৃত হল ফেরাউন দ্বিতীয় থুতমোসের রাজ সমাধি।
মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এই সমাধিটি ফেরাউন দ্বিতীয় থুতমোসের।
মিসরের পুরাকীর্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজাদের উপত্যকার(দ্য ভ্যালি অব কিংস)পশ্চিমে মিসরের ১৮তম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি খুঁজে পাওয়া গেছে।
১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনও রাজ সমাধি আবিষ্কৃত হল।
সমাধির ভেতরে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সামগ্রীর কিছু অংশ, নীল লিপি, হলুদ তারা ও ধর্মীয় লেখাযুক্ত মর্টারের টুকরোও উদ্ধার করা হয়েছে।
সেগুলো যত্ন করে তুলে রাখা হয়েছে।
এছাড়াও সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিল।
এটার কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় জানতে পেরেছেন।
তবে, রাজা দ্বিতীয় থুতমোসের এই সমাধিটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।
যেহেতু তার মৃত্যুর কিছুদিন পরই লাগাতার বন্যা হয়েছিল।
সেই কারণে সমাধিটির ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সমাধির বেশিরভাগ দ্রব্য স্থানান্তরিত হয়েছে।এগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Posted ৩:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta