কক্সবাংলা ডটকম(১৮ নভেম্বর) :: ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতলেন ভারতের মানুসি চিল্লার। চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় শনিবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এদিকে প্রথম রানার্স আপ হয়েছেন মিস ইংল্যান্ড স্টেফানি হিল এবং দ্বিতীয় রানার্স আপের মুকুট মাথায় তুলেছেন মিস মেক্সিকো আন্দ্রিয়া মেজা।
সতেরো বছর পর ভারতে ফের বিশ্ব সুন্দরীর মুকুট ফেরালেন ২১ বছর বয়সী এ তরুণী। ভারতের সপ্তম সুন্দরী হিসেবে ‘মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন মানুসি। ভারতীয়দের মধ্যে সবশেষ ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
মেডিকেল শিক্ষার্থী মানুসি ৫৪ তম ‘মিস ইন্ডিয়া’ নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে পা রাখেন। ফাইনাল প্রশ্নোত্তরে বিচারকদের মন কাড়েন এ ভারতীয় সুন্দরী। তাকে প্রশ্ন করা হয়েছিলো, কোন চাকরির বেতন সবচেয়ে বেশি হওয়া উচিৎ এবং কেন? জবাবে মানুসি বলেন, ‘আমার মা আমার সবচেয়ে বড় ‘উৎসাহ’। অতএব আমি বলতে চাই, মায়ের চাকরিই সেরা। এটা সবসময় টাকার সাথে সম্পৃক্ত না বরং এর সাথে ভালোবাসা এবং সম্মানের বিষয় জড়িত। একজন মায়েরই সবচেয়ে বেশি প্রাপ্য।’
এদিকে প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন এই সুন্দরী।
বিশ্বের ১০৮টি দেশের সুন্দরীদের হারিয়ে সেরার মুকুট মাথায় তোলেন মানুসি। নতুন রানীকে মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের ‘মিস ওয়ার্ল’ পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভ্যালি।
ভারতের হরিয়ানার মেয়ে মানুসির বাবা-মা উভয়ই ডাক্তার। দিল্লি এন্ড ভাগাত ফুল সিং গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফর উইমেন- এ পড়ছেন মানুসি।
Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy