কক্সবাংলা রিপোট(২৮ জুলাই) :: সবুজে বাঁচি, সবুজ বাঁচাই- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন উদ্বুদ্ধকরণ কর্মসূচি-২০২০ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গণে গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো: কামাল হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহার আলী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ নাজমুল হুদা সহ আরো অনেকেই।
এ সময় উপপরিচালক শেখ নাজমুল হুদা বলেন, এ কর্মসূচী বাস্তবায়নের আওতায় ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।ইতোমধ্যে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সড়ক ও জনপদ কার্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, আবহাওয়া অধিদপ্তর, এবং এলজিইডি কার্যালয়ে ১টি করে গাছের চারা রোপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জেলার অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন উদ্বুদ্ধকরণ কর্মসূচি-২০২০ অব্যাহত থাকবে।
সেই সাথে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমুহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহবান জানান। অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন উপ পরিচালক।
Posted ২:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy