কক্সবাংলা ডটকম(৬ জুলাই) :: উৎপাদনমুখী ও বিনিয়োগবান্ধব মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে এ মুদ্রানীতি ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। এদিকে মুদ্রানীতির কৌশল প্রণয়ণে বৃহস্পতিবার থেকে বিশেষজ্ঞদের মতামত নেওয়া শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শুরু হয় এই মতবিনিময় সভা। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আগামী ৯ জুলাই মতামত নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টাসহ অর্থনৈতিক বিশ্লেষকদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকে প্রাধান্য দেওয়া হবে এবারের মুদ্রানীতিতে। এছাড়া কর্মসংস্থান বাড়ানোর প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, আগামী ছয় মাসের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করা হবে সে ক্ষেত্রে গুণগত বিনিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কেননা, ব্যাংকে আমানতের সুদহার দেশের যে কোনো সময়ের চেয়ে এখন কম। ব্যাংকেও পর্যাপ্ত বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে। এ পরিস্থিতিতে উদ্যোক্তাদের বিনিয়োগমুখী করার উদ্যোগ নেওয়া হবে আগামী ছয় মাসের মুদ্রানীতিতে।
প্রসঙ্গত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়াস থেকে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
Posted ১:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy