কক্সবাংলা ডটকম :: এক নম্বর বনাম দু’নম্বরের লড়াই। এক জনের গ্র্যান্ড স্লাম সংখ্যা তিন। অন্য জনের এক। কিন্তু ফরাসি ওপেন ছিল না দু’জনের কারও।
শেষ পর্যন্ত তিন সেটের ম্যাচে ট্রফি জিতলেন আমেরিকান কোকো গফ।
দু’ঘণ্টা ৩৮ মিনিটের ম্যাচে কোকো ৬-৭, ৬-২, ৬-৪ হারালেন এক নম্বর সাবালেঙ্কাকে। আমেরিকান এই ২১ বছরের প্লেয়ার জিতলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।
১৯৮৪ সালের পরে প্রথমবার ফরাসি ওপেনে ছেলে ও মেয়ে— দুই সিঙ্গলসেই ফাইনালে লড়াই এক বনাম দুইয়ের। তাই উচ্চমানের ম্যাচের আশা ছিলই।
শনিবার মেয়েদের ফাইনালে যা বাস্তবে পরিণত হলো অ্যারিনা সাবালেঙ্কা ও কোকো গফের সৌজন্যে। শটের ফুলঝুড়ি নেটের দু’প্রান্ত থেকেই।
সাবালেঙ্কার জোরালো ফোরহ্যান্ডের জবাব এল কোকোর পাসিং ব্যাকহ্যান্ডে। পরক্ষণেই হয়তো সাবার টুইনার, কোকোর লব।
২১ বছরের কোকোর এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। ২০২৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন এর আগে। মাঝের সময়ে আশা জাগিয়েছেন একাধিকবার। কিন্তু কিছুতেই ট্রফি আসছিল না। শেষে রোলাঁ গারোর ক্লে কোর্টে ট্রফি কোকোর দক্ষতারই পরিচয় যেন।
ছেলেবেলা থেকেই ক্লে কোর্টে দারুণ সাবলীল তিনি। এর ছাপ রেখেছিলেন ফরাসি ওপেনের জুনিয়রে। ২০১৮ সালে মাত্র ১৪ বছরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন রোলাঁ গারোর ক্লে কোর্টে। সেখানেই সিনিয়র হিসেবে জিতলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।
গত কয়েক বছর ধরে মেয়েদের টেনিসে শ্রেষ্ঠত্বের লড়াই মূলত হয়ে দাঁড়িয়ে ছিল সাবালেঙ্কা–স্বিয়নতেকের। কোকো সেই বৃত্তে ঢুকে পড়ার প্রতিশ্রুতি জাগাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছিল না। শনিবার প্যারিসেই তা করে দেখালেন কোকো।
২০১৫ সালের পরে এই প্রথম কোনও আমেরিকান জিতলেন ফরাসি ওপেন। ১০ বছর আগে যে কৃতিত্ব ছিল সেরিনা উইলিয়ামসের। কোকোর আইডলও ছিলেন সেরিনা।
১০ বছর বয়স থেকে সেরিনার এক সময়ের কোচ পাট্রিক মৌরাতোগ্লুর ফ্রান্সের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন কোকো। দ্বিতীয় খেতাব জিতে আরও সাফল্য চান কোকো।
Posted ২:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta