কক্সবাংলা ডটকম :: ফের দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন করে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
সোমবার রাতে এই ঘোষণা করেন বরিস জনসন। সেদেশের ন্যাশনাল হেল্থ সার্ভিসের তরফে বলা হয়েছে, গত ২১ দিনে করোনার বিপদ অনেকটাই বেড়েছে ইংল্যান্ডে। সংস্থার উচ্চপদস্থ মেডিক্যাল অ্যাডভাইজারদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, করোনার নয়া স্ট্রেনকে আয়ত্তে আনতে ফের নতুন কিছু ব্যবস্থা নিতে হবে। তাই সরকার আরও একবার সবাইকে ঘরবন্দি থাকার নির্দেশ দিচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে এদিন।
উপমহাদেশেও খোঁজ মিলেছে এই নয়া স্ট্রেনের।
শুক্রবার আরও চারজনের দেহে এই নয়া ভাইরাসের খোঁজ মিলেছে। যার জেরে করোনার নয়া স্ট্রেনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ এ।
একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন চারটি কেসের মধ্যে তিনটি কেস বেঙ্গালুরুতে পাওয়া গিয়েছে। অপর একটি কেসের হদিশ মিলেছে হায়দরাবাদে।
এখনও পর্যন্ত মোট ২৯ টি এই ধরনের কেসের ক্ষেত্রে দিল্লির ল্যাবে ১০ টি, বেঙ্গালুরু ল্যাবে ১০ টি, হায়দরাবাদে ৩ টি, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ৫ টি ও পশ্চিমবঙ্গে ১ টি চিহ্নিত হয়েছে।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy