কক্সবাংলা ডটকম(৭ নভেম্বর) :: সদ্যই শেষ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এরমধ্যেই বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।পাশাপাশি দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাঁচ বাংলাদেশি নির্বাচিত হয়েছেন।
বেসরকারি নির্বাচনী ফলাফল এবং স্থানীয় কমিউনিটি এই তথ্য জানিয়েছেন।
বিজয়ী বাংলাদেশিরা হলেন,জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রাট প্রার্থী শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।
এদিকে নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান ড. নুরান নবী। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর ধরে এই পদে আছেন।
তাঁর টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। এই নিয়ে ৬ বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি। এই নিয়ে আনন্দিত আবুল বি খান।
তিনি জানান, ‘আমি খুবই খুশি।মানুষ আমাকে ৬ বারের মতো সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব।
আমাদের সরকার সব সময়ই কর না বাড়ানোর পক্ষে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যেই কাজ করব। এর জন্য সবরকমের চেষ্টা করব।
উল্লেখ্য,এছাড়াও পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সি সহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তাঁদের ফলাফল এখনও প্রকাশ্যে আসে নি।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta