কক্সবাংলা ডটকম(১৫ আগস্ট) :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই ৭১ বছর বয়সী রবার্ট ট্রাম্প মারা গেছেন, হোয়াইট হাউজ খবরটি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ ছিলেন, তবে তিনি কীসের সমস্যায় ভুগছিলেন তা পরিষ্কার নয়।
শনিবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সে শুধু আমার ভাই-ই ছিল না, আমার সেরা বন্ধুও ছিল। আমাদের আর কখনো দেখা হবে। তার অভাব ভীষণভাবে অনুভব করব আমি। রবার্ট, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি শান্তিতে ঘুমাও।’
গত শুক্রবার বিকালে ভাইকে দেখতে নিউইয়র্কের হাসপাতালে যান প্রেসিডেন্ট। তখন তিনি সংবাদকর্মীদের বলছিলেন, ‘সে (রবার্ট) কঠিন সময় পার করছে।’ মৃত্যুর পর ভাইকে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে প্রাণ খুলে অনেক গল্প করতাম। রবার্ট আজ রাতে (শনিবার) শান্তিতেই চলে গেল। তার স্মৃতি আজীবন আমার হৃদয়ে থাকবে।’
প্রেসিডেন্টের ছেলে এরিকও তার চাচার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রবার্ট ট্রাম্প ছিলেন একজন অসাধারণ মানুষ- শক্ত, দয়ালু ও বিশ্বস্ত। পুরো পরিবার তার অভাব অনুভব করবে।’
ফ্রেড ও ম্যারি অ্যানে ট্রাম্প দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রবার্ট ছিলেন কনিষ্ঠতম। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট তিনি।
পারিবারিক রিয়েল এস্টেট ফার্মেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন রবার্ট, হয়েছেন শীর্ষ নির্বাহী। ভাইয়ের মতো তিনি অবশ্য প্রচারের আলোয় থাকতেন না। শেষ দিকে আধা অবসরের মতো জীবন কাটাতেন নিউইয়র্ক রাজ্যে।
‘কীভাবে আমার পরিবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি তৈরি করল’- এই নামে সম্প্রতি বই প্রকাশ করেছেন ট্রাম্পের ভাতিজি ম্যারি। ভাইয়ের বিরুদ্ধে লেখা ওই বইয়ের প্রকাশ বন্ধে সম্প্রতি আদালতে গিয়েছিলেন রবার্ট, যদিও তিনি ব্যর্থ হন।
নিউইয়র্ক পোস্ট পত্রিকার খবর, জুন মাসে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহেরও বেশি সময় ছিলেন রবার্ট। মৃত্যুর আগে সর্বশেষ নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি ছিলেন।
প্রেসিডেন্ট তার ভাইয়ের শেষকৃত্যে অংশ নেবেন, যদিও তার সময় জানা যায়নি।
সূত্র: বিবিসি ও সিএনএন
Posted ১২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy