কক্সবাংলা ডটকম(৩০ আগস্ট) :: যখন গোটা ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড়। ঠিক তখনই এবার বাংলাদেশের শোবিজে ঘটে গেল একটি দুর্ঘটনা। সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেল, আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। কেন, কি কারণে আত্মঘাতী হলেন তিনি ?
সূত্রে জানা গেছে,ভালোবাসার মানুষকে মেনে না নেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিযামান করে আত্মহত্যা করেন উঠতি মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। গুলশানের কাঁলাচাদপুরের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মডেল ও অভিনেত্রী লরেন আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার আত্মহত্যার নেপথ্যে কারও কোনও প্ররোচনা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন লরেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বজনরা জানান, লরেন সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নেন। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছেন তিনি।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy