প্রেস বিজ্ঞপ্তি(১৬ ডিসেম্বর) :: মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাজাকারের বরিশাল জেলার তালিকায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ হওয়া অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর স্ত্রী ভাতাপ্রাপ্ত উষারানী চক্রবর্তীর নামও এ তালিকার ৪৫ নম্বরে রয়েছে। অন্যদিকে প্রথম পর্বে রাজাকারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম উঠেছে ৭১-এ যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নাম।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ। সংগঠনটির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে মুক্তিযুদ্ধের বিজয়ের চার যুগ পরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত বাঙালীর জন্য বিস্ময়কর, লজ্জাজনক। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারের দাবি এবং প্রকৃত রাজাকারদের তালিকা চূড়ান্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এদিকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন দেশের অন্যতম প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ।
(১৬ ডিসেম্বর) সকাল ৭টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, তৌফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মনিরা আকতার মনি, টিটু দাশ, সিদরাতুল মুনতাহা বর্ণ, আফিয়া ইয়াছির উলফা, সৈয়দ মোবারক মোর্শেদ রাব্বি, আশিকুর রহমান প্রমুখ।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy