কামাল শিশির,রামু(২৩ নভেম্বর) :: রামুতে ২২ নভেম্বর রাতে রামু থানার এস আই সোহেল রানা, এসআই মহসিন, এসআই আনোয়ার, এএসআই মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ ঈদগড় পারিস্যাঘোনা ৭নং ওয়ার্ডের মৃত শহর আলীর পুত্র নুর মোহাম্মদ প্রকাশ কালু ডাকাতকে ঈদগড় এলাকা থেকে গ্রেফতার করে।
রামু থানা ওসি আবুল মনসুর জানান,তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ মোট চারটি মামলা রয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।