কামাল শিশির, রামু(২৮ ডিসেম্বর) :: কক্সবাজারের রামুতে মাঠির দেয়াল ধ্বসে ১ মহিলা নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, গ্রামের আবদুচ্ছালামের নির্মানাধীন মাঠির ঘরের দেয়াল ধ্বসে পড়ে তার পুত্র মোঃ রুবেলের স্ত্রী তৈয়বা আক্তার (২০) মাঠির নিচে ছাপা পড়ে ঘটনাস্থলে ই প্রাণ হারায়
এবং নিহতের শাশুড়ী আরেফা (৪০) ও তাদের আত্বীয় রেহেনা আক্তার গুরুতর আহত হয়, তাদের কে স্থানীয়রা মুমুর্ষাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy