কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০০০ পিচ ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কক্সবাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে ২রা নভেম্বর দুপুর সাড়ে ২টার সময় রামু উপজেলার উত্তর ফতেখাঁরকুল গ্রামের দিদারুল আলমের বসত ঘরে অভিযান চালায়।
এসময় ১ হাজার পিচ ইয়াবা সহ রামু ফতেখাঁরকুল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মুসলিম পাড়ার মৃত মোজাফফর আহাম্মদের পুত্র দিদারুল আলম (৩৪) ও একই উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র মোঃ বেলাল হোসেন (৩৫) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত আসামিদ্বয় পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ও ৪১ ধারায় রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
তিনি আরও জানান,মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy