সোয়েব সাঈদ,রামু(১৭ আগষ্ট) :: রামুতে মুজিব বর্ষ উপলক্ষ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি) এর উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
বিএটিবি বনায়ন কর্মসূচী ‘বনায়নের ৪০ বছরপূর্তি’ অনুষ্ঠানে এসব চারা বিতরণ করেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রামু উপজেলার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কলেজ, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনসমূহকে ২০ হাজার চারা বিতরণ করা হয়। এরমধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে।
বিএটিবি নাইক্ষ্যংছড়ি জোন এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি) এর ডিভিশনাল লীফ ম্যানেজার মামুনুর রশিদ, রিজিওনাল লীফ ম্যানেজার (দক্ষিণ) দেওয়ান আমিনুল ইসলাম নাসিম, ম্যানেজার মো. রফিকুল ইসলাম, ম্যানেজার অর্পি হাওলাদার উপস্থিত ছিলেন।
Posted ১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy