কক্সবাংলা রিপোট(৬ আগস্ট) :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ কক্সবাজারের রামু উপজেলার পশ্চিম চাকমারকুল এলাকায় চেকপোষ্ট স্থাপন করে প্রায় ৫০ লক্ষ টাকার ৯ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী’কে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে র্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে রামুর দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় র্যাব-১৫‘র একটি দল রামুর পশ্চিম চাকমারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
তল্লাশীর একপর্যায়ে একটি মোটর সাইকেলে করে একজন লোক চেকপোষ্ট এর কাছে আসলে র্যাব সদস্যদের উপস্থিতি দেখে মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার খুরুশকুল ইউপিস্থ তেতইয়া ১ নং ওয়ার্ড সাওদাগর পাড়ার আমির হোসেন ও শাহীন আক্তারের পুত্র আব্দুল হামীদ (২০)কে ধরে ফেলে।এসময় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার নিকট ইয়াবা বড়ি আছে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সর্বমোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।যার বাজার মূল্য ৪৯ লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy