হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি(১৯ সেপ্টম্বর) :: রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকায় আবারও বজ্রপাতে এক মহিলা আহত হয়েছে। আহত মহিলাটি ওই এলাকার হলেন নুর আহাম্মদের স্ত্রী শামসুর নাহার (৩৫)।
১৯ সেপ্টম্বর বুধবার বেলা ৩ টায় ওই মহিলার বাড়ির পাশেই বজ্রপাত হলে, ছিটকা পড়ে তিনি মারত্বক আহত হয়।
স্থানীয় আনসার কমেন্ডার আবুশাহমা জানান, আহত মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গর্জনিয়া পুলিশের সহকারী উপপরিদর্শক মনজুর ইলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিনের মধ্যে এই এলাকায় বেশি বজ্রপাত হচ্ছে।