হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি :: ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে রামু উপজেলা গর্জনিয়া পুলিশ ফাড়িঁর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি পুলিশ ফাড়িঁ চত্বর থেকে বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুলিশ ফাড়িঁ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গর্জনিয়া পুলিশ ফাড়িঁর নবাগত আইসি পরিদর্শক মুহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক ককসবাজার প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং আমাদের সময় মিডিয়া গ্রুপ ও সিপ্লাস টিভি আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, ছাত্রলীগ নেতা আবদুল নোমান বাপ্পী, মোঃ ফারুক, এসআই রবিউল আলম, যুবলীগের যুগ্ন আহবায়ক এম,সেলিম, কৃষকলীগ সভাপতি হানিফ ভূট্টো, সিনিয়র সহ সভাপতি আবদুল গফুর বাবুল, আবছার মেম্বার প্রমুখ। পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদক নির্মুল ও ফাড়িঁ থেকে দালাল মুক্ত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
সাংবাদিক হাফিজুল ইসলামের সঞ্চালনা করেন।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy