কামাল শিশির,ঈদগড়(১৬ ফেব্রুয়ারি) :: রামুর গর্জনিয়া বাজারের সমস্ত নর্দমা (ড্রেন) ভরাট হয়ে যাওয়ায় পানি সরতে পারছে না। পানির সঙ্গে নর্দমার আবর্জনা পচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ।
দুর্গন্ধে বাজারের ক্রেতাদের পথ চলা দায় হয়ে পড়েছে। তাঁদের অভিযোগ ডাসবিন না থাকায় ব্যবসায়ীরা যেখানে-সেখানে ময়লা ফেলছেন।
ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন- নর্দমা আটকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে করে দোকানে বসে থাকাও দায় হয়ে পড়েছে।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন- অতিদ্রুত সময়ের মধ্যে নর্দমা পরিস্কার না করলে অনেকে অসুস্থ হয়ে পড়বে।
তিনি বাজারের এ ধরণের চরম গাফিলতির বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন- নর্দমা ভরাটের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy