কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ সদস্যরা।
আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির ৫নং ওয়ার্ড এর ফলিয়াপাড়ার নুর আলমের পুত্র মোঃ আজিজ (১৬), লামা উপজেলার ফাসিয়াখালী ইউপির ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া হায়দার নাসির গোলম কাদেরের পুত্র মোঃ ফোরকান (৩৪) এবং একই এলাকার গোলাম কাদের এর পুত্র রবি আলম (১৫)।
বৃহস্পতিবার ১৮ মে সন্ধ্যা সোয়া ৬টায় ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ জানায়,১৮মে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে সন্ধ্যা ৬টায় র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর দক্ষিণ মিঠাছড়িস্থ চেইন্দা ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলানোর চেষ্টা করে। পরে আটককৃত ব্যক্তিদের পলায়নের কারণ জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে, যা সন্দেহের সৃষ্টি করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ১ হাজার ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে জড়িত।
র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Posted ২:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy