কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) অভিযান চালিয়ে পৌনে ২ কোটি টাকার ৩৫ হাজার ৩৮০ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
বুধবার (১৫ নভেম্বর) এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারি পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী৷
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত ৯টার দিকে র্যাব-১৫ এর একটি দল রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকায় চেইন্দা বাজারের পাশে অভিযান পরিচালনা করে।
এসময় উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নং রোহিঙ্গা ক্যাম্পের রুস্তম আলীর ছেলে আলী আহম্মদ (৩২)কে পালিয়ে যাওয়ার সময় আটক করে।
এসময় স্বাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৩৫ হাজার ৩৮০পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা।
র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৬:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy