খালেদ হোসেন টাপু,রামু(২৫ জুলাই) :: কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন মিয়ানমারের ৬ সদস্যের একটি যুব প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রামু কেন্দ্রীয় সীমা বিহার, একশ ফুট সিংহ সহ্যা গৌতম বুদ্ধ মূর্তি, সাদাচিংসহ বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা রাখাইন সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমত ব্যক্ত করেন এ প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন, মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি শাহ আলম খোকন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী, মিয়ানমার যুব প্রতিনিধি সুই সুই সাঙ, সুই রাধোয়াল থাঙ, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক করুণাশ্রী থের, আমাদের রাম ুডটকমের সম্পাদক প্রাবন্ধিক প্রজ্ঞানন্দ ভিক্ষু, রামু সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়–য়া ও শিক্ষক সুমথ বড়–য়া প্রমূখ।
Posted ১২:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy