সোয়েব সাঈদ,রামু(২৫ জুলাই) :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রামুর ঈদগড় ইউনিয়নের বড়বিল কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ক্লিনিকের কমিউনিটি গ্রুপ সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
শনিবার (২৫ জুলাই ) বিকেলে বড়বিল কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। এতে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এনামুল হক।
অনুষ্ঠানে ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সভাপতি তছলিমা খানম, জমিদাতা আবুল কালাম, আমানুল হক, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি দীপঙ্কর বড়ুয়া ধীমান, রামু উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন সেক্রেটারি এস,এম জাফর আলম সহ সিজি কমিটির সদস্য ও নিয়োগ প্রত্যাশী এমএইচভিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বড়বিল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও রামু উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন এর সভাপতি এসএম রেজাউল করিমের স্ব-উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়। এরমধ্যে আমলকি, জলপাই, কাঠ বাদাম, চম্পা ফুল, হরিতকি, বহেরা, অর্জুন, নিম, বট উল্লেখযোগ্য।
Posted ১২:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy