কামাল শিশির,রামু(৬ জানুয়ারি) :: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছরা বটতলী স্টেশনস্থ মামুন মিয়ার বাজারে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৩৭) এর সাথে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের অপর একটি বাস (চট্ট মেট্রো-ব- ১১-০২৪২) এর মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ীর ২১ জন যাত্রী আহত হয়েছে।
৬ জানুয়ারি রোববার সকাল ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শ্যামলী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে এসে সড়কের সম্পূর্ণ বিপরীত সাইডে চলে আসায় মূলতঃ এ দুর্ঘটনা ঘটে। আহতের মধ্যে ৬ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর এক ঘন্টা সড়কের উভয় পাশে গাড়ীর দীর্ঘ জ্যাম লেগে যায়।
পরে দুর্ঘটনায় পতিত বাস দুটি সরানো হলে সকাল পৌনে ৯ টার দিকে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে আসে।
Posted ১:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy