কক্সবাংলা ডটকম(২২ জানুয়ারী) ::রাশিয়া থেকে ৩৯,০০০ কোটি টাকায় S-400 Triumf এয়ার ডিফেন্স মিসাইল নিতে চলেছে ভারত, এমনই সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ এই মিসাইল সিস্টেমটি শত্রুকে খুঁজে, তাকে নিশানা করে ধ্বংস করে ফেলতে সক্ষম৷
স্ট্র্যাটেজিক বম্বার, স্টিলথ ফাইটার, স্পাই প্লেন, মিসাইল এবং ড্রোনকে ৪০০কিলোমিটার রেঞ্জের মধ্যে ধ্বংস করে দিতে পারে নয়া এই সিস্টেম৷
তবে ভারতের আগে চিন এই মিসাইল সিস্টেম কিনতে ৩ বিলিয়ন ইউএসডি চুক্তি করে৷
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্থিক বছরেই ভারত এই মিসাইল সিস্টেম কেনার বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে চায়৷ এবং আগামী ৫৪ মাসের মধ্যে ভারতের হাতে উঠে আসবে পাঁচটি S-400 সিস্টেম৷
এই শক্তিশালী সিস্টেম পাকিস্তানের short-range NASR (Hatf-IX) নিউক্লিয়ার মিসাইলকে প্রতিরোধ করতে সক্ষম৷
S-300-এর উন্নততর সংস্করণ S-400 এর আগে শুধুমাত্র রাশিয়ান ডিফেন্স সিস্টেমের কাছেই পাওয়া যেত৷ এর নির্মাণের দায়িত্বে ছিল Almaz-Antey এবং এটি রাশিয়াতে ২০০৭ সাল থেকে সক্রিয়৷
Posted ৬:০৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy