কক্সবাংলা ডটকম :: রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন ইউক্রেনের বিমান বাহিনী। ফেসবুকে ইউক্রেনের বিমান বাহিনী এ বিষয়ে একটি পোস্ট করেছে।
ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার দিকে, ইউক্রেনের বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান খেরসনের আকাশে গুলি করে ভূপাতিত করেছে। খবর সিএনএনের।
এদিকে ইউক্রেনীয় বাহিনীর কাছে যে সকল মিগ-২৯ বিমান আছে সেগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ এনে অনেকগুলো বিমান ঠিক করা হয়।
যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে ইউক্রেনের কাছে যতগুলো মিগ-২৯ ছিল সেটির সংখ্যা যুদ্ধ শুরু হওয়ার পর আরও বেড়ে যায়।
তবে রাশিয়া প্রায়ই ইউক্রেনের যুদ্ধবিমান ভূপাতিত বা ধ্বংস করার দাবি জানায়। ফলে বর্তমানে ইউক্রেনের হাতে কতগুলো বিমান আছে সেটি নিশ্চিত নয়।
তাছাড়া রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান অনেক ক্ষমতাসম্পন্ন ও আধুনিক। কিন্তু ইউক্রেনে হামলা করার পর রুশ বিমান বাহিনীও অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইউক্রেনের লিমান শহর রাশিয়ার নিয়ন্ত্রণে
লিমান শহরের রেলওয়ে স্টেশনের কাছে একটি গ্যারেজে সামরিক হামলার পর গ্যারেজ পুড়ে যায়। ছবি: রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচও নিশ্চিত করেছেন, পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে আছে।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আরেস্তোভিচ এক ভিডিও বার্তায় বলেন, তাদের আক্রমণ সুসংগঠিত ছিল। তবে, আমরা যতটুকু জানতে পেরেছি তাতে লিমান শহরের দখল হারিয়েছি।
তিনি আরও বলেন, এটি নীতিগতভাবে রাশিয়ান সেনাবাহিনীর অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কৌশলগত দক্ষতার বর্ধিত স্তরের প্রকাশ।
দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনের গভর্নর পাভলো কিরিলেঙ্কো গণমাধ্যমকে বলেন, লিমান ‘মূলত রুশ সেনাদের নিয়ন্ত্রণে ছিল’, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী ওই এলাকায় নতুন করে শক্তিশালী অবস্থান নিয়েছিল।
লিমান শহরটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব এবং দীর্ঘদিন ধরে রাশিয়াপন্থী বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
Posted ৩:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy