রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন এথলেটিকো মাদ্রিদ
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
243 ভিউ
কক্সবাংলা ডটকম(১৬ আগস্ট) :: চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করে উয়েফা সুপার কাপ জিতল ইউরোপা লিগজয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ৷ সুপার কাপের মাদ্রিদ ডার্বিতে নায়ক উয়ে উদিত হন দিয়েগো কোস্তা৷ সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোলসহ রিয়ালের জালে দু’বার বল জড়ান স্প্যানিশ তারকা৷ অ্যাটলেটিকোর অপর গোল দু’টি আসে নিগুয়েজ ও কোকের পা থেকে৷ রিয়ালের হয়ে গোলের খাতা খোলেন বেঞ্জেমা৷ পেনাল্টি থেকে অপর গোলটি করেন রামোস৷ আর অতিরিক্ত সময়ে পার্থক্য গড়ে দেয় সাউল নিগেস ও কোকের গোল।
টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী রিয়ালের সামনে উয়েফা সুপার কাপ জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল। সুযোগ ছিল টানা তিনবার সুপার কাপ জয়ের ইতিহাস। কিন্তু রোনালদোবিহীন রিয়াল পারেনি। নয় মৌসুম পর রিয়াল খেলতে নেমেছিল সাম্প্রতিক সাফল্যগুলোর অবিচ্ছেদ্য অংশ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। আর শুরুটাই হল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে! উল্টো রেকর্ড বইয়ে নাম তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদই। অ্যাটলেটিকোই প্রথম দল, যারা এ নিয়ে তিনবার উয়েফা সুপার কাপ খেলে তিনবারই জিতেছে। এর আগে ২০১০ ও ২০১২ সালেও সুপার কাপ জিতেছিল স্প্যানিশ এই ক্লাবটি।
আর ২০১৮-১৯ মৌসুমে উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মৌসুম শুরু করলো দিয়েগো সিমেওনের দল।
মধ্যবিরতির পর ৬৩ মিনিটে সার্জিও রামোসের স্পটকিকে এগিয়ে যায় রিয়াল। কর্নার থেকে আসা বলে অ্যাটলেটিকো ডিফেন্ডার হুয়ানফ্রান হাতে ছুঁয়ে বসলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
টানটান উত্তেজনা আর আক্রমণ-পাল্টা আক্রমণের সময়ে ৭৯ মিনিটে সমতায় ফেরে অ্যাটলেটিকো। এবারও গোলদাতা কস্তা। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
পরে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুই গোল করে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো। প্রথমে ৯৮ মিনিটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল। আর ১০৪ মিনিটে আরেক স্প্যানিশ কোকে শেষ পেরেকটি ঠোকেন।
বাকি সময়ে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি গত মাসে ইউভেন্তসে পাড়ি জমানো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা রিয়াল মাদ্রিদ।
প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে লড়াইটি হয়ে থাকে। এবারই প্রথম একই শহরের দুটি ক্লাব এই লড়াইয়ে মুখোমুখি হলো।
আর প্রথম ক্লাব হিসেবে তিনবার প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ পেয়ে প্রতিবারই শিরোপা জয়ের কীর্তি গড়লো আতলেতিকো। ২০১০ ও ২০১২ সালে আগের দুবার জিতেছিল তারা।
এদিকে ১৯৪৮ সালের পর এত বড় ব্যবধানের হার দিয়ে রিয়ালে মাদ্রিদে কোচিং শুরু করলেন নতুন কোচ হুলেন লোপেত্তেগি। শেষ এমন অভিজ্ঞতা ছিল মাইকেল কিপিংয়ের।
মৃত্যু, কর আর ইউরোপিয়ান মঞ্চে অ্যাটলেটিকোর বিপক্ষে জয়; এতদিন পর্যন্ত রিয়াল সমর্থকদের জন্য এই তিনটি শব্দই ছিল অমোঘ সত্যের মতো। কিন্তু এক হারই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্তত বড় রকমের এক পালাবদল শুরু হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। রোনালদো-জিদানবিহীন মৌসুমের শুরুই এখন বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট ক্লাবটির সমর্থকদের জন্য।
ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্ত্তয়া ও আলভারো অদ্রিয়োলা- এবারের দলবদলে এই বড় প্রাপ্তি রিয়াল মাদ্রিদের। কিন্তু রোনালদোর শূন্যস্থান পূরণে যথেষ্ট নয়। যারা হতে পারতেন যোগ্য বিকল্প সেই এডেন হ্যাজার্ড, কাইলিয়ান এমবাপে ও নেইমারকে ছুঁতে ব্যর্থ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
এক শিরোপা হারানোয় নতুন কোচ হুলেন লোপেত্তেগির উপর বিশ্বাস হারানোর কিছু নেই রিয়াল সভাপতির। দলবদলের মৌসুমে বড় কোনো খেলোয়াড়ও তুলে দেয়া হয়নি তার হাতে। সামনে পড়ে আছে লম্বা এক মৌসুম। তবে এই হারই আবার ফ্লোরেন্তিনো পেরেজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শীতকালীন দলবদলে বড় মানের খেলোয়াড়ের পেছনে ছুটতে হবে তাকে!