স্বপ্নের বিদ্যালয়
আমার স্বপ্নের বিদ্যালয়,
হবে শিশুদের রঙিন ফুল,
শিখবে শিশুরা হেঁসে খেলে,
আনন্দের সাথে বাধা হীনে।
শিক্ষকরা দেবেন পরম আদর
জ্ঞানের আলোয় ভরা,
খেলা আর পাঠ মিলেমিশে,
হবে শেখার ধারা।
প্রতি দিনটি রঙিন হবে,
হাসি থাকবে মুখে,
সবার মনে স্বপ্ন জাগবে,
সাফল্যে বিদ্যালয়কে সাজাতে।
এই বিদ্যালয় গড়বো আমি,
মনের মাধুরী মিশিয়ে,
প্রাথমিকের শিক্ষা হবে,
শিশুদের রঙিন বাগানে।
সহপাঠীরা বন্ধু আমার,
মিলে মিশে থাকি,
খেলাধুলা মজা করে,
পড়তে আমরা শিখি।
একসাথে পথ চলে মোরা,
শিক্ষার পথে হাঁটি,
সবাই মিলে স্বপ্ন বুনি,
ভালোবাসার ঘাঁটি।
হাসি মুখে কাটে দিন,
কাজের মাঝে মজা,
সহপাঠীরা পাশে থাকলে,
মজা হবে সবখানে।
———————–
মোঃ রুবায়েদ নাহিদ নুর
প্রধান শিক্ষক
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং
Posted ২:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta