কক্সবাংলা ডটকম(১৭ জুন) ::বলিউডে ঈদের সিনেমা মানেই খানের দাপট। আর এবারের ঈদে আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে ‘রেস থ্রি’ নিয়ে হাজির হলেন সুপারস্টার সালমান খান। তবে আগের দুই সিরিজের মত এবার আর দর্শকের মন জয় করতে পারলো না ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি।
বক্স অফিসে সালমানের পা রাখা মানে চোখ বন্ধ করে ৩০০কোটি ছাড়িয়ে যাওয়া! আর নিন্দুকেরা সিনেমা নিয়ে যত খারাপ রিভিউ দিক না কেনো, ওসবের ধার ধারেন না বলিউডের এই ভাইজান। ঈদে তার সিনেমা ব্যবসা করবে না এতো ভাবতেই পারে না তার ভক্তরাও!
আর তাইতো সিনেমার কাহিনী ভালো না হওয়া সত্ত্বেও শুধুমাত্র সালমানের কারণেই মুক্তির প্রথমদিন বক্স অফিসের সকল রেকর্ড ভেঙে গুড়িয়ে দিলো ‘রেস থ্রি’। মুক্তির প্রথম দিনেই যা ব্যবসা করেছিলো ২৯.১৭ কোটি। আর দ্বিতীয় দিনে তা ছাড়িয়ে গেল ৬৭.৩১ কোটি!
এটা জানা কথা যে সালমান যে ছবিতে হাত দেন তা কোনো না কোনোভাবে ৩০০কোটি ছাড়িয়ে যায়। তবুও সালমানের এই ‘রেস ৩’ নিয়ে দর্শকের আগ্রহের জায়গাটা অন্যরকম ছিল। কেননা, রেস-এর আগের দুই সিরিজ ছিল অসাধারণ, যেখানে সাইফ আলি খানকে দেখা গিয়েছিল অনন্য এক ভূমিকায়। আর এবার ‘রেস থ্রি’তে সালমানকে দেখার আশায় দর্শকেরা ছিলেন উন্মুখ হয়ে।
আর মুক্তির পর ছবির নিয়ে নেতিবাচক রিভিউ-ই বেশী চোখে পড়ে। ছবির গল্প নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন। কিন্তু শেষ পর্যন্ত ‘রেস ৩’-এর বক্স অফিস সবার মুখ আপাতত বন্ধ রাখলেন!
‘রেস’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় এবারই প্রথম অভিনয় করলেন সালমান খান। এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা। প্রযোজনা করেছেন রমেশ তাওরানি।
Posted ৮:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy