কক্সবাংলা ডটকম(১ জানুয়ারি) :: ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তি নবায়নের পরিকল্পনা করছে জুভেন্তাস। ২০২৩ পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডকে ধরে রাখতে চায় ইতালিয়ান ক্লাবটি। নতুন চুক্তি হলে ৩৮ বছর পর্যন্ত ক্লাবটিতে থাকবেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।
ইতালিয়ান সুপার কাপে লাৎসিওর কাছে জুভেন্তাসের হারার পর থেকেই গুঞ্জন, সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি করতে পারেন রোনালদো।
ইতালিয়ান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম কোরিয়ে দেল্লো স্পোর্ট জানিয়েছে, রোনালদোর বিশ্বাস তার এখনও অনেক কিছু দেওয়ার আছে।
জুভেন্তাসের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী তিনি। দু্বাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে এজেন্টে হোর্হে মেন্দেসের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন তারকা এই ফুটবলার।
রোনালদোর ভাবনার ব্যাপারে অবগত আছেন জুভেন্তাসের ক্রীড়া বিষয়ক পরিচালক ফাবিও পারাতিসি। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে তিন বছরের নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রোনালদো চাইলে তিন বছরের বাইরে আরও ১২ মাস ক্লাবটিতে থাকতে পারবেন- এমন শর্তও রাখা হচ্ছে। রোনালদো-জুভেন্তাসের নতুন চুক্তিটি হতে পারে আসছে বসন্তে।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy