কক্সবাংলা ডটকম(২৫ জানুয়ারি) :: রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সরকার নিজেদের মত কাজ করছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, কাজ সব সময় দেখিয়ে করতে হয় না। রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার পর তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য ভারত সরকার রাখাইনে বাড়িঘর তৈরি করছে। এজন্য মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। খুব দ্রুত সময়ে এর সমাধান হবে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পাশ্ববর্তী সকল দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে। ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই এই ধারণা ভুল। বাংলাদেশ-মিয়ানমার দুই দেশই ভারতের বন্ধুপ্রতীম দেশ। এজন্য শুরু থেকেই ভারত বাংলাদেশের সবসময় পাশে আছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ভারত সরকার কাজ করছে। এজন্য রাখাইন স্টেটে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর ওয়েলফেয়ার ট্রস্ট পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
সেসময় তিস্তা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আশা করা যায় বাংলাদেশের এ সরকারের সময়েই তিস্তা চুক্তির সমস্যা সমাধান হবে।
’বাংলাদেশ-ভারতের সীমান্তে প্রাণহানি বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে তাতে নানা কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আমরা চলতি বছরে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
একপর্যায়ে ভারতেশ্বরী হোমস পরিদর্শন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
Posted ৭:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy